জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় সারবোঝাই ট্রাক খন্ড খন্ড। এ ঘটনায় ট্রেন চালকসহ তিন জন আহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) ভোরে সরিষাবাড়ী পৌর এলাকার তালুকদার বাড়ী সংলগ্ন রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভুয়াপুর-তারাকান্দি- সরিষাবাড়ী সড়কে দীর্ঘ ৫ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।
আহতরা হলেন ট্রেনের চালক সামছুল হক, ট্রাক চালক মজনু মিয়া ও তার সহযোগী কবির হোসেন। গুরুতর আহত ট্রাক চালক ও হেলপার কবির হোসেন ভুয়াপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ নাসিরাবাদ ডাউন মেইল ট্রেনটি সরিষাবাড়ি পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে ট্রেনটি প্রায় দুইশ মিটার দুরে ট্রাকটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাকটি তিন টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। আর ট্রেনের সামনে চালকের অংশে ভেঙে যায়৷ এ ঘটনায় ট্রাক ও ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছে৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। রেলক্রসিংয়ে কেউ দ্বায়িত্বে না থাকায় এ দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় প্রায় ৫ ঘন্টা ভুয়াপুর -তারাকান্দি - সরিষাবাড়ী সড়কে রেলযোগাযোগ বন্ধ থাকে।
ট্রেনের চালক সামছুল হক - রাত ৩ টা পাঁচ মিনিটে ভুয়াপুর থেকে ছেড়ে আসে। পথিমধ্যে তালুকদার বাড়ী রেলক্রসিং পৌছলে এ দূর্ঘটনা ঘটে। ৫ ঘন্টা পর ট্রেনটি সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। ট্রেন চলাচল এখন সাভাবিক রয়েছে।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়াম হারুন বলেন, সকাল থেকে সরিষাবাড়ি লাইনে ৫ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর চলাচল স্বাভাবিক হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলাম বলেন, ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছে৷ তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ঘটনা স্থল পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :