ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৪:২৪ পিএম

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ৩

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে জেলার রানীশংকৈল উপজেলায় মা মেয়ে এবং হরিপুর  উপজেলায় এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, রোববার দুপুর ১২ টার দিকে বজ্রসহ বৃষ্টিপাত হয়।ওই সময় জেলার রানীশংকৈল উপজেলার উজধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৩৫) এবং তার কন্যা সাথী আকতার (১৪) বাড়ির পাশে ক্ষেতে কাজ করছিল। বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। পুর প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্দার করে নিজ বাড়িতে নিয়ে যায়। রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহম্মদ হোসেন বিপ্লব ঘটনাস্থর পরিদর্শন করে মৃতের পরিবারকে সমবেদনা জানান।

অপরদিকে এই সময়ে জেলার হরিপুর উপজেলার যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে মো: আলিম (২৭) বাড়ির অনতিদূরে ধানক্ষেতে কাজ করার সময় বৃষ্টিসহ বজ্রপাতে ঝলসে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরবি/জেডআর

Link copied!