ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৯:৫৬ পিএম

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদমে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছেন। শনিবার ১৮ জানুয়ারি দুপুরে আলীকদমের তারাবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলীকদম উপজেলার নাছির চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. বেলাল বাজার পাড়ার বাসিন্দা মো. মিনহাজ নয়াপাড়ার বাসিন্দা মো. সৈয়দ আকবর।

 প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ট্রাকটি আলীকদম থেকে চকরিয়া যাচ্ছিল ও অপর দিকে তিন বাইক আরোহী চকরিয়া থেকে আলীকদম আসছিল। চারা বটতলী এলাকায় দ্রুতগতির ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইলের চালকসহ তিন আরোহী ঘটনাস্থলে মারা যান। ট্রাকচালক ঘটনাস্থল থেকে কিছু দূরে গাড়ী রেখে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ওসি মির্জা জহিরুল ইসলাম বলেন, নিহতের ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরবি/জেডআর

Link copied!