ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

বগুড়ায় ট্রাক চাপায় বাবা-মেয়েসহ নিহত ৩

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৫:২২ পিএম

বগুড়ায় ট্রাক চাপায় বাবা-মেয়েসহ নিহত ৩

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় বাবা-মেয়েসহ অটোভ্যানের তিনজন যাত্রী নিহত হয়েছেন ৷ শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে দরগাহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কাহালুর নারহট্ট ইউনিয়নের বাসিন্দা ফারুক আকন্দ, তার ৮ বছর বয়সী মেয়ে হুমায়রা আক্তার এবং ভ্যানচালক শাহিনুর রহমান (৫০)।

এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। নিহত ফারুকের পরিবারের সদস্যরা জানান, বাবা ফারুক আকন্দের (৩৩) সঙ্গে মেয়ে হুমায়রা আক্তার (৮) স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য কাহালুর মুরইল থেকে অটোভ্যানে চড়ে ওই উপজেলার দরহাগাটে যাচ্ছিল। পথে দরগাহাট মোড়ের আগে বেতার স্টেশনের সামনে একই দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক শাহীনুর রহমানসহ ফারুক ও তার শিশু কন্যা হুমায়রা গুরুতর আহত হয় ৷ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেরই মৃত্যু হয়৷

কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, নিহতদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে এখনো নিহতদের পরিবার থেকে কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

আরবি/জেডআর

Link copied!