ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাচারকারীকে লক্ষ করে বিজিবির গুলি, বিকাশ সরকার (৪১) নামে এক পাচারকারীকে আটক ও ৩ বাংলাদেশী নারীকে উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবি। আটক বিকাশ সরকার ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যানী থানার মাঝের চর কল্যানী গ্রামের রাইমোহন সরকারের ছেলে।
রবিবার রাতে এক প্রেস ব্রিফিং এ মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন এর বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামস্থ হুদাপাড়া এলাকা দিয়ে মানব পাচারকারী চক্র ০৩ জন বাংলাদেশী নারীকে অবৈধভাবে ভারতে পাচার করবে। ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল রফিক মিয়ার মেহগনী বাগানের মধ্যে বিশেষ কৌশল অবলম্বন করে মানব পাচারকারী ০৩ জন নারীকে নিয়ে দ্রুত গতিতে বাংলাদেশ হতে ভারতের দিকে অগ্রসর হতে থাকলে বিজিবির টহল দল তাদের গ্রেফতারের চেষ্টা করলে তারা ভারত অভিমূখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শুন্য লাইনে বাংলাদেশের অভ্যন্তরে থাকা অবস্থায় বিজিবির সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ভারতীয় মানব পাচারকারী সদস্য আতংকিত হয়ে বসে পড়লে বিজিবি টহল দল তাকে আটক করে।
পাঁচারকালে ৩ জন বাংলাদেশী নারীকে উদ্ধার করে তার পরিবারের নিকট ফেরত পাঠানোর জন্য জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়েছে। আটককৃত ভারতীয় মানব পাচারকারীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :