ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নান্দাইলে ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূইয়া গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৩:৪৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ৪নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন ভূইয়া যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ক্যাপ্টেন ইমতিয়াজ এর নেতৃত্বে যৌথ বাহিনীর টহল টিম চন্ডিপাশা ইউনিয়নের সুরুজ মিঞার বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ ও ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন ভূইয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ স্থাপনায় সহযোগিতা, অবৈধ গরুর হাট বসানোসহ বিভিন্ন দূর্নীতির অভিযোগ রয়েছে।