ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আলুটিলায় দর্শনার্থীদের মন মজাইল মাছেং নাটক

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৮:২৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে মারমা জাতির ঐতিহ্যবাহী ‍‍`মাছেং‍‍` নাটক প্রথম শো প্রদর্শিত হয়েছে। আজ শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসন সার্বিক সহযোগিতায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট উদ্যোগে ‍‍`মাছেং‍‍` নাটকটি আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রথম বারের মতো নান্দনিক ‘অ্যাম্পিথিয়েটারে মঞ্চায়িত হয়েছে।

চাঁদপুর থেকে আসা এক গ্রুপ পর্যটক দল বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি গুলো নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এখানকার শিল্পীদের পরিবেশনা দেখে আমরা মুগ্ধ।

ঢাকা থেকে আসা রাসেল বলেছেন, নাটকটি বেশ চমৎকার ছিল, কিন্তু কথা গুলো তেমন বুঝি নাই, অভিনয় গুলো ভালো লেগেছে।

কুমিল্লা থেকে আসা গোলাম ও ফারুক বলেছেন,  পাহাড়ি নাটক খুব সুন্দর। জীবনে প্রথম বার সুযোগ হয়েছে মাছেং নাটকটি উপভোগ করা। সুযোগ হয়ে উঠলে আবারো আসবো নাটকটি দেখতে আলুটিলা।

নাটক চর্চার অবকাঠামোগত সীমাবদ্ধতা, অর্থায়নের সংকটসহ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও পর্যটকদের উদ্দেশ্যে মারমা জাতির ঐতিহ্যবাহী ‍‘মাছেং‍’ নাটক টেকনিক্যাল শো প্রদর্শিত হয়েছে।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট আয়োজনে ইনস্টিটিউট হল রুমে নাটকটি প্রদর্শিত হয় কংজপ্রু মারমা রচনায় লাব্রেচাই মারমা পরিচালনায় এই নাটকের ২০ জন বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে অড়ং থিয়েটারে নাট্যকর্মীরা।