ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

পুলিশের এসআই শফিকুলকে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার ২

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১০:১৫ পিএম

পুলিশের এসআই শফিকুলকে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার ২

ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামকে (৪৭) কুপিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত লাল রঙের একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার ১১ জানুয়ারি বিকেলে দুর্গাপুর উপজেলার পৃথক দুটি স্থানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ ও নেত্রকোনা কার্যালয়ের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া পিবিআই ময়মনসিংহ কার্যালয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, পুলিশের এসআই শফিকুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

আটককৃত দুইজন হলেন, দুর্গাপুর উপজেলা সদরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৫) ও ধানশিরা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. বাকী বিল্লাহ (২৮)। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, নিহত শফিকুল ইসলাম দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসের বেতার বিভাগে এসআই হিসেবে কর্মরত ছিলেন। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি নিজ বাসায় এসেছিলেন। পরদিন বৃহস্পতিবার ৯ জানুয়ারি সন্ধ্যা ৫ টার দিকে বাগিচাপাড়ার নিজ বাসা থেকে বের হয়ে বাজারে গিয়েছিলেন শফিকুল ইসলাম। বাজার থেকে ফেরার পথে ৬টা ২০ মিনিটের দিকে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহল সংলগ্ন একটি গলি সড়কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হাত, পা ও শরীরের বিভিন্ন জায়গা জখম করে। প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।

আরবি/জেডআর

Link copied!