ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

চোখের চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না মন্টুর

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১০:২২ পিএম

চোখের চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না মন্টুর

ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে চোখের ডাক্তার দেখে ওষুধ নিয়ে আর বাড়ি ফেরা হলো না বৃদ্ধ মন্টুর। বেপরোয়া গতির সিনএনজি কেড়ে নিল তার প্রাণ।

রোববার ১২ জানুয়ারী দুপুরে বদলগাছী-জয়পুরহাট মহাসড়কে উপজেলার মথুরাপুর ইউনিয়নের তালতলি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুর ইসলাম মন্টু (৬৫) দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী খোজাগাড়ী গ্রামের মুজাফফর হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান যাত্রী নিয়ে গোঁবরচাপা মোড় থেকে সন্যাসতলা বাজারের দিকে যাচ্ছিল। পথে তালতলি মোড় এলাকায় হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সবাই সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় সামনের দিক থেকে বেপরোয়া গতির সিনএনজি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মন্টুর মৃত্যু হয় এবং আহত হন আরো দুইজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এখন তারা কিছুটা শঙ্কামুক্ত।

এ দিকে দুর্ঘটনার পর সিএনজি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

আরবি/জেডআর

Link copied!