ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০১:৪৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ই জানুয়ারি) সকালে ৩নং ক্যাম্পের এফ-৭৫ ব্লকে লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এবং তার মেয়ে সুবাইদা বেগম (১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা জানতে পুলিশ তৎপর রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।