ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:৩২ পিএম

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রবিউল ইসলাম (৬০) নামের এক পাখিভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার ১৪ জানুয়ারি সকাল ১১টার দিকে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া তামালতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত. ইন্নত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী জানায়, পাখিভ্যান ও যাত্রীবাহী বাসটি চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক সড়ক দিয়ে জীবননগর অভিমুখে যাচ্ছিল। তামালতলা এলাকায় পৌছালে পিছন থেকে পাখিভ্যানকে ধাক্কা দেয় দ্রুতগতির যাত্রীবাহী একটি  বাস। এতে পাখিভ্যানচালক রবিউল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দর্শনা থানা পুলিশের অফিসারস ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখিভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ বিষয় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরবি/জেডআর

Link copied!