ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

আগুনে পুড়ে ছাই সেন্টমার্টিনের ২ ইকো রিসোর্ট

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ১০:৪১ এএম

আগুনে পুড়ে ছাই সেন্টমার্টিনের ২ ইকো রিসোর্ট

ছবি: রূপালী বাংলাদেশ

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে৷ এতে পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেছে দ্বীপের গলাচিপা এলাকার বীচ ভ্যালী ও কিংশুক ইকো রিসোর্ট।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাত আড়াই টার দিকে সাইরী ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষের মাল্টিপ্লাগে সর্টসার্কিট হয়ে আগুণের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক।

আরও পড়ুন: টেকনাফে রোহিঙ্গা ডাকাতের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

তিনি বলেন, অভ্যর্থনা কক্ষের ঠিক পেছনে বীচ ভ্যালী ইকো রিসোর্ট। বাতাস থাকার কারণে মিনিটের মধ্যে বীচ ভ্যালীর ছাউনিতে আগুণ ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বীচ ভ্যালী ইকো রিসোর্টে আগুণ লাগার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বীচ ভ্যালীসহ পাশের কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান রূপালী বাংলাদেশকে মুঠোফোনে জানান, দ্বীপের স্থানীয়, আগত পর্যটক ও যৌথবাহিনির আড়াই ঘন্টার চেষ্টায় রাত প্রায় সাড়ে ৪ টা থেকে ৫টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক জানান, সরওয়ার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সেন্টমার্টিন ছিলেন। তাদের চোখের সামনেই তিলতিল করে গড়া স্বপ্নের প্রতিষ্ঠানটি পুড়ে ছারখার হয়ে যেতে দেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
এই আগুনের ঘটনায় পুরো সেন্টমার্টিন জুড়ে আতংক তৈরী হয়েছে। 

আরবি/জেআই

Link copied!