বগুড়ার ধুনটে আবু হানিফ (৫৫) নামে এক কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পূর্বপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে অগ্নিকান্ডের ঘটনা জানতে পেরে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরহাটি গ্রামের আবু হানিফ জিএমসি ডিগ্রি কলেজে অফিস সহায়ক পদে চাকরির পাশাপাশি কৃষি কাজ করেন। তার ছেলে ফরিদুল ও আবু হাসেম দুজনই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। দুই ভাই পৈতৃক ভিটাতে পাশাপাশি দুটি ঘরে বসবাস করে আসছিলেন। ঘটনার রাতে আবু হানিফার বড় ছেলে ফরিদুল ইসলাম আত্মীয় বাড়িতে বেড়াতে যায়।
মধ্যরাতে ফরিদুলের গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। শীতের রাতে আগুন লাগার বিষয়টি প্রাথমিক ভাবে ঘুমান্ত পরিবার আন্দাজ করতে না পারায় মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশে থাকা তার ছোট ভাই আবু হাসেমের গোয়াল ঘরেও ছড়িয়ে পড়ে। ফলে গোয়াল ঘরে থাকা হাঁস, মুরগীসহ ৩টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। এসময় তার ছোট ভাই আবু হাসেম গোয়ালে থাকা গরু, ছাগল উদ্ধার করতে গেলে দুটি গরু ও তার অধিকাংশ শরীর আগুনের তাপে ঝলসে যায়। পরে আগুনের লেলিহান শিখা আশেপাশে ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের চিৎকার চেচামেচিতে গ্রামবাসির সহযোগিতায় ১ ঘন্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে দুই ভাইয়ের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সাইদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :