ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

নান্দাইলে লাউ চাষ করে লাভবান কৃষকরা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৪:১৯ পিএম

নান্দাইলে লাউ চাষ করে লাভবান কৃষকরা

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে শীতাকালীন সবজি লাউ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় খুশি তারা। এতে লাউ চাষ বেড়েছে। কৃষকরা বলেন, ‘অন্য সবজির চেয়ে লাউ চাষ লাভজনক।’

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর নান্দাইলে ১৩৫ হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে।অল্প খরচে লাউ চাষে লাভ বেশী,তাই কৃষকেরা লাউ চাষে আগ্রহী হচ্ছেন। 

উপজেলার চরবেতাগৈর ইউনিয়নে  সবচেয়ে বেশি লাউ চাষ করা হয়েছে। কৃষকরা স্থানীয় বাজারে লাউ বিক্রি করে থাকেন। পাশাপাশি কৃষকের ক্ষেত ও স্থানীয় বাজার থেকে পাইকাররা লাউ কিনে পিকআপে করে বিভিন্ন স্থানে নিয়ে যায়।

নান্দাইলে লাউ চাষ করে লাভবান কৃষকরা। ছবি: রূপালী বাংলাদেশ

উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লোহিতপুর গ্রামের কৃষক মো. হুমায়ুন বলেন, আমি ৩০ শতক জমিতে লাউ চাষ করে লাভবান হয়েছি। এখন পর্যন্ত ৩০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। 

চরলক্ষিদিয়া গ্রামের কৃষক শাবুল বলেন, ৫০ শতক জমিতে আমি লাউ চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে ৮ হাজার টাকা। এখন পর্যন্ত ৪৫ হাজার টাকার লাউ বিক্রি করেছি।

কৃষক বাবুল,আলম ও কামাল বলেন, আমরা লাউ চাষ করে অনেক লাভবান হয়েছি। মৌমুসের শুরুতে প্রতি পিস লাউ ৫০-৬০ টাকায় বিক্রি করেছি। এখন প্রতি পিস লাউ ৩০-৪০ টাকায় বিক্রি করছি। ভালো দাম পাওয়ায় আমরা খুশি।’

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা বলেন, এ উপজেলায় শীতকালে প্রচুর লাউ চাষ হয়েছে।কৃষক লাউ চাষ করে অনেক লাভবান হচ্ছেন। ভালো দাম পেয়ে খুশী তারা। কৃষি অফিস থেকে সব ধরনের সহায়তা আমরা দিচ্ছি। 

আরবি/জেডআর

Link copied!