গাজীপুর মহানগরীর পূবাইল থেকে বিদেশী পিস্তল, গুলি ও ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১৫ জানুয়ারি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হাড়ীবাড়িরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম নাদিম (৪৫)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন সাপমারা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে অপরাধী তার বড় বোন ইলা মনির বাসায় তিনি অবস্থান করছে। এসময় নাদিমের বড় বোন ইলা মনির বাসায় তল্লাশী করে তার দেখানো মতে একটি কালো রংয়ের ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড বুলেট ও ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ইতিপূর্বে অস্ত্র ও মাদক মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :