চট্টগ্রামের ডিসি পার্কে `তারুণ্যের মেলা ও সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হয়। `এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই` স্লোগানকে ধারণ করে বুধবার দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) একেএম. গোলাম মোরশেদ খান, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার কেএম. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সমন্বয়ক মো. নোমান, ছাত্র আন্দোলনে আহত আবদুল্লাহ আল শাহেদ, সমন্বয়ক এনামুল হক, জোবায়েরুল হক, ওমর ফারুক সাগর, সংযুক্ত আরব আমিরাতে আন্দোলনের অন্যতম প্রবাসী হাফেজ মোহাম্মদ নাঈম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য ছাত্র, তাদের পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে ও পরে একক বাউল সংগীত ও দলীয় সংগীত পরিবেশিত হয়।
আপনার মতামত লিখুন :