ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

শীতার্তদের মাঝে কম্বল নিয়ে ছাত্রদল

নজরুল ইসলাম দয়া, বগুড়া

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০১:২৭ পিএম

শীতার্তদের মাঝে কম্বল নিয়ে ছাত্রদল

ছবি: রূপালী বাংলাদেশ

নিম্নবিত্ত এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য শীত নিয়ে আসে ভয়াবহ দুর্ভোগ। বগুড়ায় শীতার্তদের কষ্ট লাঘবের জন্য শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে ছাত্রদল। গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে শীতের চিরচেনা সামাজিক কর্মকান্ডে সরব হয়েছেন। 

গতকাল বুধবার দুপুরে বগুড়া শহরের ৯নং ওয়ার্ডে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। ছাত্রদল নেতা সাদিক ফয়সাল লামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর ইসলাম পলাশ, শহর শাখার সভাপতি এসএম রাঙ্গা, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল নেতা হাবিুবর রহমান হিরা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের শাকিল, লিসান, অর্ক, মিরাজ, মুন্না, আকিব, সামিন, নিবির, রনি, শান্তসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রতি বছর শীত এলে অভাবীদের পাশে দাঁড়ানোর কথা উচ্চারিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সমাজের সামর্থ্যবান মানবিক মানুষ ব্যক্তিগতভাবে এবং সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠন, প্রতিষ্ঠানের মাধ্যমে কম্বলসহ নানা শীতবস্ত্র গ্রামে গ্রামে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন। যার পেটে ভাত নেই, তার গায়ে গরম কাপড় জুটবে কোত্থেকে! শীত এলেই চিরচেনা সামাজিক কর্মকান্ডে সরব হন সামর্থ্যবানরা। 

এদিকে বগুড়া শহর, সড়কের পাশে, বাজার-ঘাটে, বাস ও রেল স্টেশনে রাতের বেলা অনেক অসহায় মানুষকে দেখা যায়। সবাই যখন লেপ-কম্বল গায়ে জড়িয়ে দীর্ঘ রাত সুখ নিদ্রায় বিভোর, তখন দরিদ্র ও পথের মানুষের রাত কাটে নির্ঘুম অবস্থায়। তারা শীতের প্রকোপে জবুথবু হয়।  

আরবি/জেডআর

Link copied!