বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ও সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শহরের তিনমাথা এবং শেরপুর উপজেলায় নিহত দুই বৃদ্ধের পরিচয় সনাক্ত করা যায়নি। বগুড়া সদরে নিহত মুন্না (১৬) বারোপুর এলাকার আলম হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে শহরের তিনমাথা এলাকা থেকে ট্রেনে কাটা অজ্ঞাত বৃদ্ধের (৭৫) লাশ উদ্ধার করে পুলিশ। তার মুখে সাদা দাড়ি, পরণে লুঙ্গি ও শরীরে গেঞ্জির সঙ্গে জ্যাকেট ছিল।
বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধ। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের বারোপুর মাদারতোলা মোড় এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার উপ-কর কমিশনারের কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধ (৬৫) নিহত হন। একাধিক যানবাহনের চাকায় পিষ্ট হওয়া বিকৃত মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরে ঢাকাগামী লেনে কলেজ রোডের ডিভাইডার পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন বৃদ্ধ। মরদেহের ওপর দিয়ে কয়েকটি যানবাহন যাওয়ায় সড়কের সঙ্গে মাংসপিন্ড পিষে গেছে। পরিচয় সনাক্ত করার মতো অবস্থা নেই।
আপনার মতামত লিখুন :