ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
ভার্চুয়াল সভায় মাওলানা শামীম

শেখ হাসিনার বন্দিশালা থেকে খালেদা জিয়াকে মুক্ত করে লন্ডনে এনেছি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৮:১৯ পিএম

শেখ হাসিনার বন্দিশালা থেকে খালেদা জিয়াকে মুক্ত করে লন্ডনে এনেছি

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ বলেছেন ‘দীর্ঘ ১৭ বছর পর্যন্ত আমরা জালিমের বন্দিশালায় বন্দি ছিলাম, আমরা এখনো স্বাধীন হতে পারিনি। ভারতীয় দোষর, ভারতীয় আগ্রাসন অনির্বাচিত সরকার ছিলো শেখ হাসিনার সরকার। তারেক রহমানের নেতৃত্বে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এ পতনের মাধ্যমে আমরা একটি নিরপেক্ষ সরকার পেয়েছি। আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই এই সরকার নির্বাচন দিবেন। সেই নির্বাচনে ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠণ করবে।

পাথরঘাটা উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটা কে.এম. সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে লন্ডন থেকে ভার্চুয়াল সভায় যোগ দিয়ে  এ কথা বলেন মাওলানা শামীম আহমেদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাইদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান ফাহিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আল হাদিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত রহমান অভি, পৌর ছাত্রদলের আহবায়ক রাহাজুল ইসলাম প্রমুখ।

এ সময় মাওলানা শামীম বলেন, পাথরঘাটাবাসি এখন পর্যন্ত আতঙ্কে রয়েছে, আওয়ামী দোষরা বিদায় নিয়েছে, এখনো আওয়ামী চ্যালা রয়েছে তারা অনুপ্রবেশকারী হয়ে হামলা মামলা করছে। আমরা জানি বিএনপির নেতারা দীর্ঘ ১৭টি বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, আজও তারা বৈষম্যের শিকার হচ্ছে। আমি পাথরঘাটাবাসীকে বলতে চাই, আপনাদের কোন ভয় নেই, আপনাদের সঙ্গে আমি আছি, আমার নেতা তারেক রহমান আছে। যারা ১৭ বছর পর্যন্ত কোন নেতাদের ফোন ধরেনি, খোজ খবর রাখেনি, লজ্জা হচ্ছে আজকের তারা অনেক কিছুই করতে চাচ্ছেন।

মাওলানা শামীম আরও বলেন, পাথরঘাটার অনেক নেতাকর্মী আহত হয়েছেন। আজকের সেইসব নেতাদের কমিটি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছেন। যারা করছেন তারা ভুলের স্বর্গে বাস করছেন।

তারেক রহমান বলেছেন, যেই ছেলেটি মিছিলে আন্দোলন সংগ্রামে ছিলো তাদের মুল্যায়ন করা হবে। আমরা কোন অনুপ্রবেশকারীদের স্থান দিবো না। আমরা জালিম সরকারের পতন ঘটিয়েছি, এখনো কিছু কিছু জালিম রয়েছে আমি তাদের স্পষ্ট ভাষায় বলতে চাই এখন যারা চাঁদাবাজি, জুলুম, দখলবাজী করছেন, টেন্ডারবাজি, ভয়ভীতি দেখাচ্ছেন তাদের স্থান বরগুনা-২ আসনে হবে না।

পাথরঘাটা জনগণের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যারা মাছ ধরা জেলে রয়েছেন, যারা কৃষক রয়েছেন তারা তাদের মতো কাজ করবে। তাদের কাছে কেউ চাঁদা নিতে পারবে না। আমরা জুলুম সহ্য করবো না। 

জুলুমবাজ শেখ হাসিনার বন্দিশালা থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে লন্ডনে এনেছি চিকিৎসার জন্য। এখন তার চিকিৎসা লন্ডনে হচ্ছে। বেগম খালেদা জিয়া দীর্ঘ সাড়ে ৬ বছর  ছিলেন শেখ হাসিনার বন্দিশালায়।

তার বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।

আরবি/জেডআর

Link copied!