ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

যুবদল নেতার বিরুদ্ধে কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৮:৩৫ পিএম

যুবদল নেতার বিরুদ্ধে কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের যুবদল নেতার বিরুদ্ধে ১ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৫ জানুয়ারি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গত বুধবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামে এএনজেড (ANZ) টেক্সটাইল মিলসের নির্মাণ কাজের সময় এ ঘটনা ঘটে। পরে রাতে সোনারগাঁ থানায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন ১ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ দায়ের করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, মোতালেব মেম্বার, মুসা মিয়া,দিপু মিয়া, নাঈম,আরিফ, মোক্তারসহ এক থেকে দেড়‍‍`শ জনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত  বিএনপি নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে উপরোক্ত আসামীরা এএনজেড (ANZ) টেক্সটাইল মিলের নির্মাণ কাজে বাঁধা দিয়ে ২৫ লক্ষ টাকা দাবী করেন। এ চাঁদা না পেয়ে বুধবার সকালে নির্মাধীন স্থানে প্রবেশ করে আশরাফ ভূইয়াসহ ১০০-১৫০ জন সন্ত্রাসীর মাধ্যমে ঘরের টিন, গ্রিল, দরজা, জানালা, টিউবওয়েল, পানির মোটর, শ্যালো মেশিন এবং প্রায় ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট, ৩০ টন আইভীম সহ মোট ১ কোটির মালামাল লুট করে নিয়ে যায়।

এএনজেড (ANZ) টেক্সটাইল মিলসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ৫ ই আগস্টের পর এক দল বিএনপি নেতা আমাদের কাজের জায়গায় ২৫ লক্ষ চাঁদা না দিলে কাজ করতে দিবেনা বলে হুমকি প্রদান করে আসছিলো। এরই ধারাবাহিকতায় আজ আমাদের নির্মাণাধীন কাজে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার নেতৃত্বে একদল চাঁদাবাজ সন্ত্রাসীদরা দেশিয় অস্ত্র নিয়ে বাঁধা দিয়ে শ্রমিকদের মেরে ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সাথে তাদের জমি দাবী করে ব্যানার লাগিয়ে যায়।  এ বিষয়ে আমি ১৯ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছি।

কোম্পানির নিরাপত্তা কর্মী বাবুল মিয়া জানান, কয়েক মাস ধরেই যুবদল নেতা আশরাফ ভূইয়া চাঁদা দাবী করে আসছিল। গতকাল সকালে তারা আমাদের কাজে বাঁধা ও ককটেল ফুটিয়ে আমার থাকার ঘরটিসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে।

জমি বিক্রেতা শহিদুল্লাহ ভূইয়া বলেন, আমি গত বছর আনোয়ার হোসেনের কাছে জমিটি বিক্রয় করেছি। স্থানীয় বিএনপি নেতাদের দাবীকৃত চাঁদা না দিতে চাইলে তারা তাদের জমি দাবী করে সন্ত্রাসী বাহিনী মাধ্যমে নির্মাধীণ কাজের সব মালামাল লুটে নিয়ে যায়।

স্থানীয় প্রতিবেশী আব্দুল আউয়ালসহ একাধিক ব্যক্তি জানান, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এলাকায় ত্রাসের রাজত্ব শুরু করেছে একদল প্রভাবশালী। দীর্ঘ দিন ধরেই তারা এলাকায় বিভিন্ন কোম্পানিসহ নানা জায়গায় চাঁদাবাজি করছে। বহু বছর ধরেই আমরা দেখেছি শহিদুল্লাহ ভোগ দখল করে আসছে। পরে শুনেছি সে একটি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। তবে আশরাফ ভূইয়ার নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ককটেল ফুটিয়ে গাড়িতে করে সবকিছু লুটপাট করে নিয়ে যায়।

অভিযুক্ত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আগেও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। কে বা কারা এসব কাজ করেছে আমি জানিনা।

অভিযুক্ত জামপুর ইউনিয়নের যুবদলের সভাপতি এমদাদুল হক দিপু বলেন, ঘটনাস্থলে আমার রেজিষ্টিকৃত জমি আছে৷ সে জায়গা মেপে সীমানা নির্ধারণ করতে গেলে আমাদের উপর হামলা চালায়। থানায় আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে চলে আসার পর কি ঘটেছে আমার জানা নেই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে ১ কোটি  টাকার মালামাল লুটের ও জমিদখলের পৃথক দুইটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!