বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। এই বাংলাদেশ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করাতে হবে। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান, তারা জাতীয় স্বার্থের স্বার্থত্যাগ করে বেঈমানি করছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদরাসা ও কওমি মাদরাসার আলেম ওলামাদের সঙ্গে একটি মতবিনমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার ইসলামীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকার।
সহকারী শিক্ষক মো. আল আমিনের সঞ্চালনায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে, আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন নিপীড়ন অত্যাচারের মধ্যে দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়িয়েছেন। আপনারা কিভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন ভুলে গেলেন?
তিনি বলেন, মনে রাখবেন আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করেছে, ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে আওয়ামী লীগ। সুতরাং আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করলে আওয়ামী লীগ আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে সেটা ভুল ভাবছেন। মনে রাখবেন, গর্দান ও তলোয়ার দুটো একসঙ্গে থাকতে পারে না। আর এক খাপে কখনও দুই তলোয়ার থাকতে পারে না। এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না।
অপরদিকে, দুপুর একটার দিকে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় কর্মশালায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দেন।
আপনার মতামত লিখুন :