ব্র্যাক ব্যাংক পিএলসির কর্পোরেট এন্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনে যোগ দিয়েছেন কৃতী ব্যাংকার মো. সাইফুল আহসান চৌধুরী। তিনি উক্ত ডিভিশনের হেড অব রিলেশনশিপ (ইউনিট ২) পদে গত ১৩ জানুয়ারি ২০২৫ যোগদান করেন। মো. সাইফুল আহসান চৌধুরী দীর্ঘ ২৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে সৃজনশীলতা, মেধা, সততা ও দক্ষতার সমন্বয়ে ব্যাংক সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
তিনি সিটি ব্যাংক এনএ, ইস্টার্ন ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। অতি সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও হেড অব আরএমজি ডিভিশনের নেতৃত্ব দেন এবং ৩ বিলিয়ন ইউএসডি ডলারের রপ্তানি পোর্টপোলিও পরিচালনা করেন।
আরএমজি ও টেক্সটাইল ফাইন্যান্সিং, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ক্রেডিট এবং অপারেশনে তিনি অত্যন্ত দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। সিটি ব্যাংক এনএ-তে থাকাকালীন ট্রেড ফাইন্যান্স, করেসপন্ডেন্ট ব্যাংকিং অপারেশন এবং অফশোর ব্যাংকিংয়ের অভিজ্ঞতা তাঁর পেশাদার দক্ষতাকে বিস্তৃত ও সমৃদ্ধ করে।
তিনি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি ও চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বহুবিধ জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
পেশাগত কৃতিত্বের পাশাপাশি সামাজিক সংযুক্তির অংশ হিসেবে তিনি রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মেম্বার, ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, এমবিএ এসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, বারিধারা কসমোপলিটন ক্লাব লিমিটেডের লাইফ মেম্বারসহ বিভিন্ন সংস্থার সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
মো. সাইফুল আহসান চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বরুমচড়া গ্রামের সমাজ হিতৈষী মরহুম মফজল আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান ৷
আপনার মতামত লিখুন :