ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

কমলগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, ৯ ঘণ্টায় ঘাতক গ্রেপ্তার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৯:১৭ পিএম

কমলগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, ৯ ঘণ্টায় ঘাতক গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

পূর্ব শত্রুতার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা-বাগান এলাকায় দোকানে ঢুকে ভাবি কারিমা বেগম (৪০) কে ছুরিকাঘাতে খুন করলো দেবর। নিহত কারিমা পাত্রখোলা চা-বাগানের পূর্বপাড়া এলাকার মর্তু মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের বাজার লাইন এলাকায় দোকানে গিয়ে দোকানি ভাবি কারিমা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। এ সময় বাজারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘাতক মঞ্জুর মিয়া পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় কারিমা বেগমকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কনক কান্তি সিনহা বলেন, ছুরিকাঘাতে আহত নারী হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছেন। এ ঘটনায় কারিমার ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, গোপন সোর্স এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় বুহস্পতিবার রাতে এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত মঞ্জুর মিয়া (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ৯ ঘণ্টার মধ্যে ঘাতক মঞ্জুর মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

আরবি/জেডআর

Link copied!