ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

তারুণ্যের উৎসবে অতিথি ওলামালীগের সভাপতি, স্থান হয়নি বিএনপি জামায়াতের

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৪:১২ পিএম

তারুণ্যের উৎসবে অতিথি ওলামালীগের সভাপতি, স্থান হয়নি বিএনপি জামায়াতের

ছবি: রূপালী বাংলাদেশ

“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

দেখা যায় এসভায় অতিথির প্রথম সারিতে ওলামালীগের সভাপতি মাও. মিজানুর রহমান স্থান পেলেও স্থান পায়নি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকার। তারা বসতে হয়েছে স্রোতার সারিতে। এই নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সমালোচনার ঝড় উঠে। প্রতিবাদ করে ফেইজকেও।

স্থানীয়রা বলেন, উপজেলা ওলামালীগের সভাপতি মাও. মিজানুর রহমান ২০১৪ সাল থেকে ৫ আগস্টের পূর্ব পর্যন্ত প্রতিপক্ষকে গায়েল করতেন, বিএনপির অনেক নেতা কর্মিকে হুমকি ধ্বমকি ও মামলাসহ নানান রকম হয়রানি করতেন। রামদাসেরবাগ আলীম মাদ্রাসার প্রিন্সিপাল হয়েও সরাসরি রাজনীতির পরিচয় বহন করে চলতেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাবেক এমপি ড. সামছুল হক ভুইয়ার ঘনিষ্ঠ জনও ছিলেন। অথচ তিনিই তারুণ্যের উৎসব অনুষ্ঠানে অতিথির সারিতে আমন্ত্রিত।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকার দুঃখ প্রকাশ করে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের দ্বারা আওয়ামী লীগের হাত থেকে দেশ রক্ষা পেলেও তাদের দোসর বিভিন্ন স্থানে রয়েগেছে। আমরা শ্রোতার সারিতে আর ওরা অতিথির সারিতে। কোন শক্তির বলে সরকারি প্রোগ্রামে আওয়ামী লীগের দোসররা অতিথির সারিতে বসে তা আমার জানা নাই। এসব আমাদের জন্য লজ্জাজনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহমুদুল হাসান মিরাজ বলেন, অতিথির তালিকা ইউনিয়ন চেয়ারম্যান করছে। তারুণ্যের উৎসব অনুষ্ঠানে অতিথির স্থানে ওলামালীগের সভাপতি, এটা এটা দুঃখজনক। আন্দোলন করে ফ্যাসিস্ট বিদায় করতে পাররেও এমন একটি অনুষ্ঠানে তাদের দোসররা স্থান পায় এটা আমাদের জন্য লজ্জাজনক। এর সকল দায়-দায়িত্ব চেয়ারম্যানের।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ রাজন শেখ বলেন, তারুণ্যের উৎসব অনুষ্ঠান ওলামালীগের সভাপতি মাও. মিজানুর রহমানকে দাওয়াত দেওয়া হয়নি। অনুষ্ঠানে চলাকালীন সময় হঠাৎ করে উনি এসে অতিথির সারিতে বসে গেছে। উনার ব্যাপারে সবাই জানে উনি কেমন মানুষ। আমি চেষ্টা করেছি উনাকে সরানোর জন্য। জোর পূর্বক কিছু করতে গেলে অনুষ্ঠানের সমস্যা হতো। এমন ঘটনার জন্য আমি নিজেই দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য, তারুণ্যের উৎস ২০২৫ উপলক্ষে গত ১৬ জানুয়ারী বৃহস্পতিবার ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়ন পরিষদের সামনে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা।

রূপালী বাংলাদেশ

Link copied!