ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরে বন্যাদূর্গত ৪৫০ জন স্কুল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার সকালে উপজেলার আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ইউনাইটেড আইগ্যাস কোম্পানির অর্থায়নে ডিজুস এসোসিয়েশন এসব শিক্ষাসামগ্রী বিতরণ করেন।
ডিজুস এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমিরাবাদ বি.সি লাহা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম বাদশা বলেন, ডিজুস এসোসিয়েশনের শিক্ষা সামগ্রী আয়োজনটি প্রশংসিত উদ্যোগ। এ ক্ষেত্রে আরো অন্যান্য স্কুলে এই উদ্যোগ নিতে সংগঠনটির প্রতি অনুরোধ জানান। পাশাপাশি আগামীর দেশ গঠনে এবং একটি জাতিকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই।
বিশেষ অতিথি ছিলেন, আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক বদরুল মিল্লাত, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, নবাবপুর রয়েল ইন্সটিটিউটের শিক্ষক নাসির উদ্দিন, ইউনাইটেড আইগ্যাস লিমিটেডের এক্সিকিউটিব অফিসার শহিদুল ইসলাম ও শওকত হোসেন ভূঁইয়া।
ডিজুস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক তানভির উদ্দিন বাবলুসহ সংগঠনের নেতৃবৃন্দ ও ৪টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ডাজুস এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক আরিফ জানান, আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। অসহায় মানুষের মাঝে এ সংগঠনের মূল লক্ষ উদ্দেশ্য। তাই বন্যার্ত এলাকার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবাবপুর রয়েল ইনস্টিটিউট, মধ্যম সুলতান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মহদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৪৫০ জন শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আমাদের এ কার্যক্রম আব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :