জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে বিনঝার আহমাদিয়া দাখিল মাদ্রাসায় এক দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার রাত্রি পৌনে ৩টার দিকে অফিসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। রুম থেকে আলমারির ড্রয়ার ভেঙে এবং অফিসে থাকা ২টি ল্যাপটপ, একটি কম্পিউটার, সাউন্ড বক্স, বেল ঘন্টা, সিসি ক্যামেরা ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি চোরেরা চুরি করে নিয়ে যায়। চোরেরা যাওয়ার সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র আলমারি থেকে বের করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যায়। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিনঝার আহমাদিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার আইয়্যুব হোসেন বলেন, মাদ্রাসার পাশে থাকা অত্র মাদ্রাসার কম্পিউটার শিক্ষক রাত্রি ৩টার সময় আমাকে ফোন জানায় নৈশ্যপ্রহরী মোবারক আলী চিৎকার করে বলছে আমাকে বাঁচাও সব চুরি হলে গেলো। প্রাথমিক ভাবে জানতে পারি নৈশ্যপ্রহরীকে বেঁধে রেখে অফিসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে কগজপত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রাখে এবং একটি সাউন্ড বক্স ২টি ল্যাপটপ, একটি কম্পিউটার, বৈজ্ঞানিক কিছু যন্ত্রপাতি, সিসি ক্যামেরাসহ হার্ডডিক্সসহ যার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে আক্কেলপুর থানা পুলিশকে অবহিত করি।
মাদ্রাসার নৈশ্যপ্রহরী মোবারক আলী এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। একারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান, চুরির ঘটনাটি ঘটেছে। আমরা ঘটনাস্থালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত এবং চেষ্টা করতেছি চোর চিহ্নিত করার। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে আগে থেকে আমাদের প্রক্রিয়া চলছে। অভিযোগ পাইলে পুরোপুরি ব্যবস্থা নিব।
আপনার মতামত লিখুন :