ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‍‍`রোকেয়া এগ্রো ফার্ম‍‍`

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ১০:৫২ পিএম

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‍‍`রোকেয়া এগ্রো ফার্ম‍‍`

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর বেলাবতে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‍‍`রোকেয়া এগ্রো ফার্ম‍‍`।

আজ ১৮ জানুয়ারি সকালে উপজেলার বেলাব বাজারে ২০০০ শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন ‍‍`রোকেয়া এগ্রো ফার্ম‍‍`।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকেয়া এগ্রো ফার্মের চেয়ারম্যান হাকিম মো. হযরত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের পরিচালক ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার কায়েস আহমেদ সেলিম, বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল জলিল,বেলাব প্রেসক্লাবের সিনিয়র সদস্য দুলাল সরকার, অর্থ সম্পাদক আলমগীর পাঠান, দপ্তর সম্পাদক আলি হোসেনসহ প্রমুখ।

কায়েস আহমেদ সেলিম বলেন , শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

রোকেয়া এগ্রো ফার্মের চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী বলেন, প্রতি বছর গরীব অসহায়দের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় কম স্বামর্থ্যবানদের। অসহায় দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন অনুভূতি। আমরা এবার পরিকল্পনা করে বেলাব উপজেলার বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে জড়িয়ে দিচ্ছি কম্বল।

আরবি/জেডআর

Link copied!