ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

পুঠিয়ায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০২:০৯ পিএম

পুঠিয়ায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় ধর্ষণ মামলায় সুজন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বেলপুকুর ইউনিয়নের চকধাধাশ গ্রামে এ ঘটনা ঘটে ৷ এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে ৷ বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বেলপুকুর ইউনিয়নের চকধাদাশ গ্রামের ইয়াকুবের ছেলে সুজন (৩২) গভীর রাতে ভিকটিক একই রাতে এক গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় বাড়িতে তার স্বামী ছিল না। গৃহবধূর চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ধর্ষক সুজনকে আটক করে।

পরে উপজেলার বেলপুকুর থানায় খবর দিলে পুলিশ এসে সুজনকে গ্রেপ্তার করে ৷ এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে ৷ আসামিকে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। সেই সাথে ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় ভিকটিম নিজেই বাদি হয়ে একটি ধর্ষণ মামলা করেছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ৷

আরবি/জেডআর

Link copied!