ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ঘোড়াশালে দুই গাড়ির সংঘর্ষে সিএনজি চালক নিহত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০২:২১ পিএম

ঘোড়াশালে দুই গাড়ির সংঘর্ষে সিএনজি চালক নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর পলাশের ঘোড়াশালে মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে বাছেদ মিয়া (৬০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। আহত হয়েছে সিএনজির ৩ যাএী। রবিবার ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় উপজেলার ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাছেদ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার খালিশকার টেক মহল্লায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল সোয়া ৭টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে ঘোড়াশালের উদ্দেশ্যে ফিরছিলেন বাছেদ মিয়া। পরে সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রী বোঝাই একটি মাইক্রোবাস সিএনজিকে পাশ কাটাতে গিয়ে সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ তিনযাত্রী সড়কে পড়ে যায়। তাদের মধ্যে সিএনজি চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা মাইক্রোবাসকে আটকে করে গুরুতর আহত বাছেদ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে পথেই মৃত্যু হয় সিএনজি চালক বাছেদ মিয়ার।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী জানান, ঢাকায় নেওয়ার পথে মারা যায় সিএনজি চালক বাছেদ মিয়া। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!