সাতক্ষীরা ৫নং শিবপুর ইউনিয়নের খানপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আবু সাঈদ ও আবু জাহিদ দুই ভাই মিলে মৎস্য খামার গড়ে তোলেন এলাকার বিভিন্ন জায়গায়। দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে এই মৎস্য চাষ করে আসছেন তারা দুই ভাই, এদের দেখে এলাকায় নতুন মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছে অনেকেই।
মৎস্য উদ্যোক্তা আবু জাহিদ জানান, আমাদের এখন ১০ থেকে ১২ মাছের-প্রজেক্ট আছে। সব মিলিয়ে ১৩০ থেকে ১৪০ বিঘা জমিতে এই মাছের চাষ করে আসছি আমরা। এই জমিগুলো লিস নিয়ে মাছের প্রজেক্ট তৈরি করছি, দীর্ঘদিন ধরে এই মাছ চাষের সাথে যুক্ত আছি। আমাদের দেখে অনেকেই আরো মাছ চাষের জন্য উদ্বুদ্ধ হচ্ছে। আমাদের কয়েকটা প্রজেক্টে পাবদা মাছের চাষ করি, আর কিছুদিন গেলে পাবদা গুলো বাজারজাত করা হবে। কিন্তু অন্য বছরের তুলনায় মাছের ভালো দাম না থাকার কারণে আমাদের মতন মৎস্য চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই বাজারে মাছের চাহিদা অনুযায়ী মাছের দামটাও স্বাভাবিক নিয়মে ফিরে আসুক তাতে আমাদের মত মৎস্য চাষিরা অনেক লাভবান হতে পারবে।
মৎস্য চাষি আনারুল ইসলাম বলেন, আমি আর সাঈদ ভাইয়ের ঘরের পাশে আমার ঘের কিন্তু অত্র এলাকার ভেতরে আবু সাঈদ ভাইয়ের মত মৎস্য চাষী কম আছে, দীর্ঘদিন ধরে মাছ চাষে উদ্বুদ্ধ আছে। আমাদের এলাকার আশেপাশে চেয়ে এই প্রজেক্টে অনেক বড় মাছ হয়ে থাকে প্রতিবছর, আজ যে মাছগুলো ধরেছে প্রতি কেজি আনুমানিক পাঁচ থেকে ছয় কেজির ও বেশি, পাশাপাশি পাবদা চাষ করেন এই আবু সাঈদ। কিন্তু মাছ হিসাবে মাছের চাহিদা অনেক বেশি থাকলেও ভালো দাম পাচ্ছে না মৎস্য চাষিরা, মাছের ভালো দাম থাকলে অনেক লাভবান হত মৎস্য চাষিরা।
তালা উপজেলার মাঝিয়ারা গ্রামের মৎস্য উদ্যোক্তা কামরুল গাজী বলেন আজকে আমার মাছের প্রজেক্টে প্রথমে একটানে প্রায় ২০০ থেকে ২৫০ মন বাজারজাত করা হচ্ছে। এগারো খানা অদ্ভিজন গাড়ি নিয়ে এসেছি, প্রতি গাড়িতে বাইশ মন করে মাছ ধরে। বাজারে বড় মাছের চাহিদা থাকলেও মাছের দাম অনেক কম, মাছের ভালো দাম থাকলে অনেক লাভবান হতে পারতাম। আমরা চাই মাছের বাজার স্বাভাবিক হক, যাতে করে আমাদের মতন মৎস্য চাষিরা অনেক লাভবান হতে পারে।
আপনার মতামত লিখুন :