ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

নাটোরে ট্রাক উল্টে হেলপার নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০২:৪৫ পিএম

নাটোরে ট্রাক উল্টে হেলপার নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের সৈয়দ মোড়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দিলে হেলপার নিহত হয়েছে। রোববার ভোর তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মহন রাব্বানী (১৮) রাজশাহীর দূর্গাপুর থানার তেঘরিয়া বখতিয়ারপুর দেলুয়াবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোর ৩টা ৩০ মিনিটের দিকে ঢাকা-নাটোর মহাসড়কের আহম্মেদপুর ব্রিজ পার হয়ে কাদিমসাতুরিয়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছে সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হেলপার মহন রাব্বানী নিহত হয়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।


 

আরবি/জেডআর

Link copied!