ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

মাদক ব্যবসায়ী এখন আখাউড়া উপজেলা বিএনপি নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:২৮ পিএম

মাদক ব্যবসায়ী এখন আখাউড়া উপজেলা বিএনপি নেতা

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেলেন মাদক ব্যবসায়ী জাকির হোসেন। গত ১৪ জানুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া কমিটির তালিকা থেকে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত আখাউড়া উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ওই কমিটিতে জাকির হোসেনকে যুব বিষয়ক সম্পাদক পদ দেওয়া হয়েছে। জাকির হোসেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর মধ্যপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি প্রচার হওয়ার পর কমিটিতে পদ পাওয়া কতিপয় ব্যক্তি নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা চলছে। কিন্তু রাজনৈতিক ক্যারিয়ারের কথা ভেবে প্রকাশ্যে কথা বলতে চাচ্ছে না কেউ।

আখাউড়া থানা ও মামলা সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ২০২২ইং আখাউড়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমার নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানার পুলিশ সদস্য সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নূরপুর মধ্যপাড়া মো. জাকির হোসেনের বসতঘর তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা সহ জাকির হোসেনকে গ্রেপ্তার করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ সময় মাদকদ্রব্য বিক্রয় দায়ে ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধারসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে টাস্কফোর্স। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

মাদক ব্যবসায়ীকে আখাউড়া উপজেলা বিএনপির কমিটিতে পদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান ও জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ এ বিষয়টি এড়িয়া যান ও অন্য নেতাকর্মীর সাথে যোগাযোগ করতে বলেন।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি জয়নাল আবেদীন আব্দু প্রতিবেদককে বলেন, ‘ জাকির কে চিনি তো। সে মুশফিকুর-নাছির উদ্দিন হাজারী গ্রুপে দল করতো। আসলে ঘটনা যেটা বলছেন এটা দুঃখজনক। কিন্তু এইটা তো হয়ে গেছে। আমরা তাড়াহুড়ো করে কমিটি করতে গিয়ে (ভুল) হইছে। এটা যে কোন ভাবে এফসেন্ট মাইন্ডে হয়ে গেছে।

আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম ভূইয়া বলেন, ‘এটা (মাদক ব্যবসায় জড়িত) আমার নলেজে ছিল না, এটা আমি জানিনা। মাদক ব্যবসায়ীকে আমরা ঘৃণা করি। তার (জাকির) ভাষ্যমতে জানতে পারছি সে (জাকির) নাকি ষড়যন্ত্রের শিকার হয়েছে।’ 

আরবি/জেডআর

Link copied!