পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছেন।
এ উপলক্ষে রোববার ১৯ জানুয়ারি বিকেলে পটিয়া এয়াকুবদন্ডীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী।
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, জাহেদুল হক, ইসমাইল চৌধুরী, ইদ্রিস পানু, হাজী নজরুল ইসলাম, আমির হোসেন, শফিউল আজম, জেলা, যুবদল নেতা ফজলুল কাদের, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, আবদুল করিম, বিএনপি নেতা শাহাবুদ্দিন খোকন, আবদুল মোতালেব মনু, আমিন মেম্বার, বখতিয়ার উদ্দীন বকুল, নুরুল আমিন, বছিরুল আলম, সালাম ফারুকী, আবু বক্কর রায়হান, সেলিম উদ্দীন, মফিজ সওদাগর, নুরুল ইসলাম মেম্বার, জসিম উদ্দিন, আরিপ মিয়া, আবুল হোসেন, রিজুওনাল হক রিজু, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মোহাম্মদ আলমগীর, মাইমুনুল ইসলাম মামুন, আবদুল বারেক, নাসির উদ্দীন, আবু শহীদ রমজান, জমির উদ্দীন আজাদ, মান্না দেব, খোকন শাহ, সোহেল, জমির উদ্দীন, এনামুর রশিদ, আনিস, নাজিম, রফিক, সেলিম মেম্বার, এনাম উল্লাহ,আবদুল হাকিম, জানে আলম, আবদুর রহমান, সোলাইমান, মফিজ, ফোরকান, পটিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন তালুকদার আজাদ, সাংগঠনিক সম্পাদক গাজী দিদার, শাহনুর মিয়া, আজম, আরিফ, মোরশেদ, ইলিয়াস, ফারুক, হাসান, মুছা, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম সুজন, নাঈম উদ্দীন, আবদুল লতিফ,ইমতিয়াজ, নাজমুল, নজরুল, আাজাদ, শফি, সাকের রাসেল, আতিক, মিজান, শাহ আলম, জাবেদ, মুন্না, সরওয়ার, মিথুন বড়ুয়া, দীক্ষিত বড়ুয়া, চয়ন বড়য়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই-উত্রাই পেরিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত।
রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, বাক-ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমৃত্যু চেষ্টা চালিয়েছেন। জাতির মধ্যে একটি নতুন উদ্দীপনার সৃষ্টি করে তাদের জাগিয়ে তুলতে তিনি সফল হয়েছিলেন। স্বল্পকালীন শাসনকার্য পরিচালনায় তিনি যে গভীর দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন তা আজও কেউ অতিক্রম করতে পারেনি
আপনার মতামত লিখুন :