ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

কালাইয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৯:০৪ পিএম

কালাইয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার ১৯ জানুয়ারি কালাই বাসষ্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

এ সময়  আরো বক্তব্য দেন উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন। উদয়পুর ইউনিয়ন যুবদল নেতা আব্দুস সবুর, আহমেদাবাদ ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদল নেতা ইফতাদুল হক, কালাই উপজেলা যুবদল নেতা মিলন, মেহেদি হাসানসহ প্রমুখ।

আরবি/জেডআর

Link copied!