নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামে আবারও খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একের পর এক পুড়ছে কৃষকের মন। আগুনে একদিকে যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, তেমনি সংকট সৃষ্টি হচ্ছে গোখাদ্যের। এ ছাড়াও বারবার আগুনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয়দের দাবী, এ নিয়ে গত ৫ মাসে প্রায় ১৫ বার আগুনের ঘটনা ঘটেছে। একই গ্রামে খড়ের গাদায় রাতের আঁধারে আগুন লাগানোর ঘটনা ঘটলেও গ্রেপ্তার হয়নি কেউ। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দোষীদের গ্রেপ্তারে তারা বদ্ধপরিকর।
গত ২৫ ডিসেম্বর ভোর ৫টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামের বুরন প্রামাণিকের খড়ের গাদায় এবং একই গ্রামের আমিনুর ইসলামের মাঝ ধরা জালে দুর্বৃত্তরা একসঙ্গে আগুন দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন দেয়। এর আগেও প্রায় ১৪/১৫ বার বিভিন্ন খড়ের গাদায় আগুন দেওয়া হয়। বার বার আগুনের ঘটনায় কৃষকরা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন। অপরদিকে সংকট সৃষ্টি হচ্ছে গোখাদ্যের। ওই গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দার অর্ধেকের বেশিই কৃষক দাবি করেন, বার বার আগুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এক্ষেত্রে দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে জোর দাবি জানান তিনি।
পূর্ব মাধনগর গ্রামের সাবেক ব্যাংক কর্মকতা মৃত গাহের প্রামানিকের ছেলে মিলন প্রামানিক বাড়িতেও আগুন দেওয়া হয়। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কেউ গ্রেপ্তার হয়নি। এতে প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত চলে আসি। প্রায় ৪০ মিনিটি চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাফিজুর রহমান জানান, তিনি থানায় নতুন এসেছেন। আগের অভিযোগ বিষয়ে তার জানা নেই। তবে ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারে তারা বদ্ধপরিকর।