ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৯:৫৫ পিএম

রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ রূপগঞ্জ বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের মামলায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামিকে যুবলীগ নেতা রায়হান কবির ভূঁইয়া সুমন ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির ভূঁইয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলার খাদুন এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মিলন প্রধান, সুরুজ মিয়া, রাসেল ভুইয়া, দেলোয়ার ভুইযা, শফিক ভান্ডারি।

গত ২৫ ডিসেম্বর স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির ভূঁইয়া ও যুবলীগ নেতা রায়হান কবির ভূঁইয়া সুমন জমি সংক্রান্ত বিরোধের ধরে সন্ত্রাসী বাহিনী নিয়ে বেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিলন প্রধান বাড়িতে হামলা ভাঙচুর হল লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষন করে। পরে এলাকাবাসী রায়হান কবির ভূঁইয়া সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন৷ পরে পুলিশ রায়হান কবির ভূঁইয়া সুমন মোটা অংকের টাকার বিনিময় ছেড়ে দেয়। এ ঘটনায় মিলন প্রধান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামি রায়হান কবির ভূঁইয়া সুমন ও তার ছোট ভাই মহসিন কবির ভূঁইয়া সবুজ।
 

আরবি/জেডআর

Link copied!