ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

রিসোর্টে অসামাজিক কার্যকলাপ, কাজী ধরে ৮ তরুণ-তরুণীর বিয়ে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১২:২৯ পিএম

রিসোর্টে অসামাজিক কার্যকলাপ, কাজী ধরে ৮ তরুণ-তরুণীর বিয়ে

ছবি: সংগৃহীত

সিলেটে একটি রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে রিসোর্টে বেড়াতে আসা আট তরুণ-তরুণীকে কাজী ডেকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরও আটজনকে বিয়ে দেওয়ার আশ্বাসে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রোববার দুপুরে স্থানীয় কিছু মানুষ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ১৬ তরুণ-তরুণীকে আটক করে বিক্ষুদ্ধ স্থানীয়রা। তাঁদের মধ্যে আটজনকে কাজী ডেকে বিয়ে পড়ানো হয়। বাকিদের সামাজিকভাবে বিয়ের আয়োজন হবে, এমন মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “এ ঘটনায় মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।”

আরবি/এফআই

Link copied!