ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

সিলেটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সমন্বয় সভা

সিলেট ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৬:২৯ পিএম

সিলেটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সমন্বয় সভা

ছবি: রূপালী বাংলাদেশ

সিলেট সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে গঠিত উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৯ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় উপজেলার নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মাদ ফরহাদ হোসেন।

সভায় বক্তারা বলেন, আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফ্রেবরুয়ারি পর্যন্ত ভোটার হালনাগাদের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। ভোটার হালনাগাদ কার্যক্রম একটা গণতান্ত্রিক দেশের গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন কোন নাগরিক যেন হালনাগাদ থেকে বাদ না যায় সেদিকে যথেষ্ট গুরুত্ব রাখতে হবে। ভোটার হতে ইচ্ছুক নাগরিকদের তথ্য নেওয়ার সময় গুরুত্ব দিয়ে তথ্য লিপিবদ্ধ করতে হবে, যেন শব্দের বানানসহ আনুষঙ্গিক তথ্য ভুল না হয় লক্ষ্য রাখতে হবে। এবং উপস্থিত সকলকে তথ্য সংগ্রহে সহযোগিতা করার পরামর্শ দেন। এবং কোন ধরনের সমস্যা হলে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করার অনুরুধ জানান, কোন দালালের শরণাপন্ন না হওয়ার জন্য বিশেষ ভাবে জনগনের প্রতি অনুরোধ জানানো হয়।

সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মাদ ফরহাদ হোসেন বলেন, ‘ভোটার হালনাগাদ কার্যক্রমে ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন ব্যক্তিদের সম্পৃক্ত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে এজন্য ইউনিয়ন ভিত্তিক মাইকিং করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো এবং প্রতিটি মসজিদে জুম্মার নামাজের সময় ইমাম সাহেবের মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর ব্যবস্থা করতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের কেউ যেন ভোটার হতে বাদ না পড়ে সে বিষয়ে যথাযথ গুরুত্ব দিতে হবে।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট সদর উপজেলার বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী, সিলেট সদর উপজেলার সিরাজুল ইসলাম আলীম মাদ্রাসা অধ্যক্ষ মো. ইব্রাহিম আলী, সিলেট সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, সিলেট সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. গোলাম কিবরিয়া, ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিক মিয়া, ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মনাফ, সিলেট জেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালি বাংলাদেশের সিলেট জেলা প্রতিনিধি আব্দুল আহাদ, সিলেট সদর ইমাম সমিতির প্রতিনিধি মাওলানা মাইনুল ইসলাম, সিলেট সদর শিক্ষক সমিতির প্রতিনিধি মো. মোবারক হোসেন, সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (বিউবো) সহকারী প্রকৌশলী সঞ্জিত শিকদার, সিলেট সদরের সহকারী উপজেলা নির্বাচন অফিসার তাসমিন আক্তার, সিলেট সদর পশ্চিম দর্শার মো. তাজ উদ্দিন, সিলেট সদর মোগলগাঁওয়ের মো. শাহীন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সিলেট সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন সোমবার ২০ জানুয়ারি সকাল ১১টায় সিলেট মহানগরীর মেজরটিলার ইসলামপুরে হজরত শাহজালাল (র.) উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সবার উপস্থিত কামনা করছেন সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মাদ ফরহাদ হোসেন।

আরবি/জেডআর

Link copied!