সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সোমবার ২০ জানুয়ারি সকাল ১১টার দিকে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ধর্মপাশা ও মধ্যনগর এই সভার আয়োজন করে৷উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক খান, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান তালুকদার, ডা. রফিক চৌধুরী হাই স্কুলের প্রধান শিক্ষিকা বিউটি আক্তার,সিনিয়র শিক্ষিকা উমা চক্রবর্ত্তী প্রমুখ।
আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি দুদিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :