ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

নন্দীগ্রামে খাবার হোটেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দোকানির অর্থদন্ড

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৭:২৯ পিএম

নন্দীগ্রামে খাবার হোটেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দোকানির অর্থদন্ড

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার পরিবেশনের তথ্য পেয়ে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দোকানির অর্থদন্ড করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার রণবাঘা বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সঙ্গে ছিলেন থানার এসআই আমির আলীসহ সঙ্গীয় ফোর্স। রণবাঘা বাসস্ট্যান্ড বাজারের কয়েকটি রেস্টুরেন্ট মনিটরিং করার সময় জিয়া হোটেলে নোংরা পরিবেশে খাবার রান্নার তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

সেখানে ময়লাযুক্ত পাত্রে তেল, লবন, গুঁড়া মরিচ, হলুদ, মসলাসহ নানা উপকরণ রাখার প্রমাণ পাওয়া যায়।  এছাড়া নোংরা পানিতে প্লেট ধোয়া ও মেঝেতে পঁচা দুর্গন্ধযুক্ত ময়লা দেখে আইনগত পদক্ষেপ নেন ম্যাজিস্ট্রেট। জিয়া হোটেল সংশ্লিষ্টদের সতর্ক করাসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেওয়া হয়। দন্ডিত দুলাল হোসেন নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রাম এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি জিয়া হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। 


 

আরবি/জেডআর

Link copied!