সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সদরের কাশেমপুর গ্রামের শাহাজান আলীর পুত্র রফিকুল ইসলাম রফিক (২৬) এবং ভোমরার লহ্মীদাড়ী গ্রামের মৃত আনারউদ্দিনের পুত্র আলিমুদ্দিন (৪২)।
সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মুনিরুল ইসলাম জানান, গত ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ভোমরার ব্যবসায়ী আমির হামজার দুজন কর্মচারী তার ব্যবসায়ীক ২৩ লাখ ৩৮ হাজার ৫শ টাকা নিয়ে ভোমরায় যাচ্ছিল। পথিমধ্যে আলিপুর নামক স্থানে কতিপয় দূর্বৃত্তরা উক্ত কর্মচারীদের মোটরসাইকেলের গতিরোধ করে হাতুড়ি দিয়ে আঘাত করে তাদের নিকট থাকা টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা মেহেদী হাসান মুন্না নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়। মুন্না বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারমূলক জবানবন্দী প্রদান করে। ডিবি পুলিশ ১৯ জানুয়ারি সন্ধ্যায় সদরের কাশিমপুর গ্রাম থেকে মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে এবং তার নিকট থাকা ছিনতাইকৃত অর্থের ৩ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করে।
এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিকে ঘটনার মূল মাস্টারমাইন্ড আসামি আলিমুদ্দিনকে সোমবার ২০ জানুয়ারি সকালে গ্রেপ্তার করে। এ মামলার ঘটনায় জড়িত আসামি আরাফাত বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে। অন্যান্য আসামীদের গ্রেপ্তার ও লুন্ঠিত টাকা উদ্ধারের জোর তৎপরতা অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :