বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপি`র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ জানুয়ারি বিকেলে পটিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল পূর্বক এক আলোচনা সভা উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু`র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, আবদুল করিম মেম্বার, কাজী আরিফ, শহিদুল আনোয়ার লিটন, গাজী দুলাল, মো. সোলাইমান, শহিদুল ইসলাম, শাহ আলম, আরিফুর রহমান তারেক, জিয়াউর রহমান জিয়া, ইন্জি. নাছির হাজারী, মাওলানা কাজী মুরাদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি`র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। বিপথগামী কিছু দুষ্কৃতিকারী সিপাহি বিএনপিকে থামিয়ে দিতে চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল। কিন্তু পরবর্তিতে বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে বাংলাদেশ বিনিমার্ণে কাজ করেছিলেন। এবার ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো সাজাতে তারেক রহমান কাজ করছেন। এই ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রূপান্তর হবে। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং এদেশকে স্বাধীন রাষ্ট্রে রূপ দেন। বিগত স্বৈরাশাসক সরকার শহীদ জিয়ার নাম মুছে দিতে সব ধরনের চেষ্ঠা করেছে। কিন্তু বাংলার জনগণের হৃদয়ে শহীদ জিয়ার নাম লিখা রয়েছে। এই নাম কখনো নিশ্চিন্ন করা যাবেনা।
আপনার মতামত লিখুন :