পাইকগাছায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌরসভা বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আব্দুল মজিদ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর যুগ্ম আহবায়ক এডভোকেট সাইফুদ্দিন সুমন, বিএনপি নেতা শেখ হাবিবুর রহমান, শেখ আনারুল ইসলাম, শেখ ইমামুল ইসলাম, এসএম নাজির আহমেদ, গাজী আমিনুল ইসলাম বাহার, আসাদুজ্জামান ময়না, শেখ আসাদুজ্জামান খোকন, সরদার তোফাজ্জেল হোসেন।
বক্তব্য রাখেন আবু মুছা সরদার, আবুল কাশেম সরদার, সায়েদ আহমেদ, মনিরুজ্জামান মনি, বিএম আকিজ উদ্দিন, এসএম শামসুজ্জামান জামান, রফিকুল গাজী, রাসেল হুসাইন, আজিবর রহমান, রায়হান পারভেজ টিপু, মীর ওবায়দুল্লাহ, মঈন উদ্দিন শিমুল, শহিদুর রহমান, আব্দুল কুদ্দুস, রাশেদ বিশ্বাস, আসাদুজ্জামান মামুন, শহিদুল ইসলাম, মিলন গোলদার, নূর আলী গোলদার, অসীম ঢালী, আরিফ, শান্তনু, কাজী মুজিবর, বাবুল সরদার, আব্দুল মজিদ, রাশেদুজ্জামান, সাজ্জাদ ফকির, জব্বার সরদার, বেলায়েত ও মোশাররফ হোসেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট সাইফুদ্দিন সুমন।
আপনার মতামত লিখুন :