ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

চাঞ্চল্যকর বিপুল হত্যার ৩ আসামি গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৯:৪১ পিএম

চাঞ্চল্যকর বিপুল হত্যার ৩ আসামি গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ইলেকট্রিক মিস্ত্রি আতাউর রহমান বিপুলকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার ১৯ জানুয়ারি রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চর পোগলদিঘা গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে বিন্দু তালুকাদার, টাঙ্গাইল সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত বাদল মিয়ার ছেলে তানজিল ইসলাম তাসিন ও তাসলিমুল ইসলাম তমাল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পোগদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে বিপুল মিয়ার পিতা আনোয়ার হোসেন কালু মিয়া ও তার চাচাতো ভাই তোতা মিয়ার সাথে বসতবাড়ীর জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি সকালে আনোয়ার হোসেন কালু মিয়ার বসতবাড়ী আঙ্গিনায় খড়ের পালা সরিয়ে নিতে হুমকি দেয় তোতা মিয়ার ছেলে আসাদুজ্জামান আপেলসহ আসামিরা। খড়ের পালা সরিয়ে নিতে অস্বীকৃতি জানালে আতাউর রহমান বিপুল, স্ত্রী আসমা বেগম ও পুত্রবধূ মুক্তা বেগমের ওপর অতর্কিতভাবে হামলা চালায় আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন। এসময় হামলাকারীরা বিপুলের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন করে হত্যা করে। এরপর তার স্ত্রী মুক্তা বেগম ও মা আসমা বেগমকে কুপিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় ১৭ জানুয়ারি রাতে নিহতের বড় ভাই আল আমিন বাদী হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ঐদিন আনোয়ারা বেগম ও সাজিদ ইসলাম তানজিলকে গ্রেপ্তার করে।

এদিকে ১৯ জানুয়ারী রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া সোমবার বিকালে সাংবাদিকদের বলেন, বিপুল হত্যা ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে আনোয়ারা বেগম ও সাজিদ ইসলাম তানজিলকে গ্রেফতার করে। এরপর জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ আরও ৩ আসামিকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

আরবি/জেডআর

Link copied!