রাঙামাটি পার্বত্য জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য ভাইস চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় রাবিপ্রবি একাডেমি ভবন-১ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সম্মানে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় ৫০-৬০ জন সাংবাদিকের উপস্থিতিতে জেলায় কর্মরত সাংবাদিকদের পরিচয় পর্বের মাধ্যমে মতবিনিময় সভা শুরু করা হয়। সিভি`র বক্তব্যের পর সাংবাদিকেরা প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত প্রদান করা হয়। নিজ নিজ অবস্থান থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন উন্নতি তুলে ধরে আগামীতে এই প্রতিষ্ঠানটির অগ্রগতি কামনা করেন সাংবাদিকেরা।
সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামতে বের হয়ে আসে বিশ্ববিদ্যালয় যেন ফিসারিজ, ফরেস্টি, বিজ্ঞান ও টুরিজমকে প্রধান্য দেওয়া হয়। প্রতিষ্ঠানের আশ-পাশ যেন পর্যটক বান্ধব হয়। পর্যটন নগরী এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেন দেশের মডেল হিসেবে পরিচিতি পায় সে প্রত্যাশা করেন।
নতুন ভিসি ড. আতিয়ার রহমান বলেন, এই প্রতিষ্ঠানে সবাই লিডার এখানে কেউ সদস্য না। আমরা সবাই মিলে পাহাড়ের এই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চাই। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কাজ করতে পারলে আমরা শিখড়ে পৌছুতে পারবো। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে কাজ করে যাবো।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ছাত্র শিক্ষক ও স্থানীয় লোকজনসহ সকলের সহযোগিতা চাই আমি। এ বিষয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ভূমিকা অপরিসীম। তাই আপনাদের লেখনীর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় সুদূর প্রসারিত হবে। বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা রয়েছে সেগুলো সবার সহযোগিতায় নিরসন হবে।
বক্তব্য রাখেন, সাংবাদিক এ কে এম মকছুদ আহম্মদ, সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা, সাখাওয়াৎ হোসেন রুবেল, আনোয়ার আল হক, সামসুল আলম, মো. আলী, শান্তিময় চাকমা, মো. সোলাইমান, উড়াল মনি চাকমা হিমেল, সৈকত রঞ্জত চৌধুরী ও আলমগীর হোসেন মানিকসহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :