সংযুক্ত আরব আমিরাতের মাননীয় রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসিফ আলহামুদির সাথে ঢাকাস্থ দূতাবাসে গতকাল ২০ জানুয়ারি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাঁশখালীর দুই প্রবাসী ব্যবসায়ী। তাঁরা হলেন-বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের কৃতীসন্তান দুবাইয়ের তাহমিনা ইউজড কারের সত্ত্বাধিকারী হাজী আবদুল মালেক ও বাঁশখালী পৌরসভার কৃতীসন্তান গ্রান্ড অটোসের ডিরেক্টর শাহাজাদা আরাফাত।
দীর্ঘ ও আন্তরিকতাপূর্ণ আলাপচারিতায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট প্রসঙ্গে আলোকপাত করেন রাষ্ট্রদূত৷ খুব দ্রুত ওয়ার্কার ভিসা চালুর মধ্য দিয়ে দেশটি বাংলাদেশীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে যাচ্ছে বলে জানান তিনি।
হাজী আবদুল মালেক বলেন-বর্তমান রাষ্ট্রদূত বাংলাদেশীদের খুব ভালোবাসেন। দু-দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও প্রবাসীদের জন্য বিভিন্ন কর্মক্ষেত্র উন্মুক্ত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ প্রসঙ্গে শাহজাদা আরাফাত জানান, মাননীয় রাষ্ট্রদূত অনেক আন্তরিক ও উদার মানুষ। তিনি আমাকে তাঁর দেশে আমন্ত্রণ জানিয়েছেন। ইনশাআল্লাহ শিগগিরই আরব আমিরাতে যাবো।
আপনার মতামত লিখুন :