ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

ময়মনসিংহে পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৮:৩৯ পিএম

ময়মনসিংহে পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ ছাত্রদলের মহানগর যুগ্ন সাধারণ সম্পাদক গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ঐ ছাত্রদল নেতার নাম বুলবুল আহম্মেদ সজীব (৩০)। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও ১টি ম‍্যাগজিন জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ‍‍্য জানানো হয়। গ্রেপ্তারের পর আসামি ছিনতাই ও পুলিশের দুইটি মাক্রোবাস ভাঙচুরের অভিযোগ করা হয় প্রেস ব্রিফিং এ। 

ডিবি জানায়, সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করা হয়। সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেয়। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এসআই রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় পুলিশের দুইটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুইটি মামলা দায়ের হয়েছে।

আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। এ সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (ওসি) আবুল হোসেন উপস্থিত ছিলেন।
 

আরবি/জেডআর

Link copied!