বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের যুব ও তরুণ সমাজকে খেলার মাঠের দিকে আকৃষ্ট করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতা ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ মোশারফ হোসেন।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজ, তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি উপহার দিতে চায় বিএনপি। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। যুব ও তরুণদের চিন্তা-চেতনাকে কাজে লাগিয়েই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।
মঙ্গলবার ২১ জানুয়ারি বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর হাইস্কুল মাঠে ফাইনাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাজার বণিক সমিতি ও ভাটরা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় টাইগার ক্লাব আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম রানা।
প্রধান অতিথির বক্তব্যে কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, বিগত ১৭ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন-সংগ্রাম করে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। আপনারা একেকজন খাঁটি সোনা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় দেশের তৃণমূল তথা জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার কোনো মানোন্নয়ন হয়নি।
কুমিড়া পন্ডিতপুকুর হাইস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, কুমিড়া পুলিশের ইন্সপেক্টর আবু মুছা, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পন্ডিতপুকুর বণিক সমিতির সভাপতি মাহবুর রহমান, টাইগার ক্লাবের সেক্রেটারি এমরান হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :