ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

কাহালুতে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ১১:০৪ পিএম

কাহালুতে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

ছবি: রূপালী বাংলাদেশ

২১ জানুয়ারি মঙ্গলবার বগুড়ার কাহালুতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে অনূর্ধ্ব ১৭ গোলকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন, কাহালু উপজেলা নির্বাহী অফিসার  মোঃ কাওছার হাবিব। উপজেলা প্রশাসনের আয়োজনে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ টায়।

এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের এই উৎসব অনূর্ধ্ব ১৭ গোলকাপ ফুটবল টুর্নামেন্টের সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমান এবং আগামীর তরুণ যুবসমাজ এই খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ সাধন করে এই নতুন বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত রাখতে ভুমিকা রাখে। এ সবাই উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  আলহাজ্ব আব্দুল মান্নান। 

ইউসিসিএ লিঃ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখম তোফাজ্জল হোসেন আজাদ। উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুন্নবী। উপজেলা জামাতের আমির আব্দুস শাহিদ খান। বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহা মাসুদ হাসান রঞ্জু। কাহালু পৌরসভার সহকারী প্রকৌশলী  এখলাস হোসেন। যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ। উপজেলা জামাতের সেক্রেটারি শহিদুর রহমান সবুজ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন। উপজেলা জামাতের অফিস সম্পাদক প্রভাষক আব্দুল মমিন। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সাংবাদিক রাজনৈতিক সামাজিক জনসাধারণ।

উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন বীরকেদার ইউনিয়ন বনাম দুর্গাপুর ইউনিয়ন। খেলার উদ্বোধনী সময়ের মধ্যে কোন পক্ষ গোল শূন্য  করায়। ট্রাইবেকার  মাধ্যমে ৫-৪ গোলে বীরকেদার ইউনিয়ন দুর্গাপুর ইউনিয়নকে পরাজিত করে। 

আরবি/জেডআর

Link copied!