ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৩:১০ পিএম

সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা

ছবি: রূপালী বাংলাদেশ

পার্বত্য খাগড়াছড়ির দুর্গম পাহাড়ী জনপদ লক্ষীছড়িতে মানবিক সহায়তা বিতরণ করেছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি সেনা জোন।

বুধবার ২২ জানুয়ারি সকালের দিকে লক্ষীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মানবিক সহায়তা বিতরণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা।

এসময় লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো. তাজুল ইসলাম, লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া ও লক্ষীছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র, সেলাই মেশিন, ঢেউটিন, সোলার প্যানেল, কৃষিপণ্য বিতরণ করা হয় । এছাড়াও শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা।

একইদিন লক্ষীছড়ি জোনের আওতাধীন চিকিৎসা বঞ্চিত তিনশ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে লক্ষীছড়ি সেনা জোন।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন, দুর্গম পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।  ভবিষ্যতেও মানবিক কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।

আরবি/জেডআর

Link copied!